নওগাঁ প্রবাহ সংসদ পাঠাগারে পাঠক প্রতিযোগিতা ও ল্যাব এন্ড অডিটরিয়াম উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নওগাঁ প্রবাহ সংসদের উদ্যাগে অনুষ্ঠিত হয়েছে পাঠক প্রতিযোগিতা। শনিবার বিকেলে সংসদের প্রবাহ পাঠাগারের আয়োজনে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান আতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ.কে.এম ফজলে রাব্বী ও বিশেষ আতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব এ.টি.এম আব্দুল্লাহ হেল বাকী। প্রবাহ সংসদের সভাপতি শামসুল ইসলাম টফির সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠক প্রতিযেগিতা শেষে আলোচনায় অংশ নেন প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ওয়ালিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অবঃ) আব্দুল কাইয়ুম, সংসদের সাধারন সম্পাদক এ.টি.এম ফিরোজ দুলু, আব্দুল আজিজ, আনিসুর রহমান তালুকদার প্রমূখ। নওগাঁ চকপ্রান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থিরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। 
এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনে প্রবাহ জুনিয়র গার্লস স্কুল ভবনের ল্যাব এন্ড অডিটরিয়াম উদ্বোধন করা হয়। অডিটরিয়ামের দেয়াল ফলক উন্মেচন ও ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা পরিষদের চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট এ.কে.এম ফজলে রাব্বী।