বছরে বাতাসে ছড়াচ্ছে ১৪ হাজার কেজি পারদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯ ১৫:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

প্রতিবছর বাতাসে ছড়াচ্ছে ১৪ হাজার ৭৭২ কেজি পারদ, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর সমকাল অনলাইন 

মঙ্গলবার রাজধানীর লালমাটিয়ায় এসডো কার্যালয়ে সংবাদ সম্মেলনে 'মার্কারি অ্যাডেড প্রোডাক্ট অ্যান্ড অ্যাভেইলেবল অলটারনেটিভস ইন বাংলাদেশ' শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্লুরোসেন্ট বাতি, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, অলঙ্কার ও প্রসাধন সামগ্রী ব্যবহারের পর উন্মুক্ত পরিবেশে ফেলা হয়। এসব বর্জ্য থেকে বাতাসে পারদ ছড়িয়ে পড়ে। এভাবে বিভিন্ন বর্জ্য থেকে ছড়ানো পারদ পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সচিব এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ, বিএসটিআইর রাসায়নিক বিভাগের চেয়ারম্যান এসডোর নির্বাহী সদস্য অধ্যাপক ড. আবুল হাশেম, এসডোর মহাসচিব ড. শাহারিয়ার হোসেন প্রমুখ।