রাণীনগরে গৃহবধুকে হত্যার অভিযোগ স্বজনদেরঃ স্বামী ও দেবর পলাতক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২০ মার্চ ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০২ বার।

নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে সাগরিকা বেগম (২৮) নামে এক গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে । খবর পেয়ে থানাপুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে । ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাগরিকার শ্বাশুড়ি শেফালি বিবি (৬৫) কে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও দেবর পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মিরাট উত্তর পাড়া গ্রামে। 

গৃহবধু সাগরীকার ভাই বাবলু রহমান জানান, প্রায় ৪/৫ বছর আগে রাণীনগর উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামের শিবলু সরদারের সাথে তার বোনের বিয়ে হয় । বিয়ের কিছু দিন পর থেকে তার স্বামী, শা¦শুড়ী ও দেবর মিলে যৌতুকের দাবিতে সাগরিকাকে নির্যাতন করে আসছিল । ঘটনার রাতে তাকে হত্যা করে আত্মহত্যার প্রচার করতে থাকে। ওই রাতে সাগরিকার স্বামী শিবলু আমাদেরকে জানায় সাগরিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা এসে সাগরিকাকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখি। তারা সবাই মিলে সাগরিকাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। সাগরিকা রাণীনগর উপজেলার পার্শ্ববতি আত্রাই উপজেলার বান্ধায়ঘাড়া গ্রামের মৃত ওসিম উদ্দিনের মেয়ে।
এঘটনার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, সাগরিকার গলায় হালকা ফাঁসের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় সাগরিকার শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততুতি চলছে বলে জানান তিনি।