শেরপুরে পুলিশ পরিচয়ে দিনে-দুপুরে ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বগুড়ার শেরপুরে পুলিশ পরিচয়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ের নামে ট্রাক আটকে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  ওই ট্রাকের চালক-হেলপারসহ তিনজনকে মারপিট করে নগদ সোয়া লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করা হয়। এই ঘটনায় গত মঙ্গলবার (১৯মার্চ) রাতে পৌরশহরের উপশহর এলাকার বাসিন্দা ভুক্তভোগী মুরগী ব্যবসায়ী রমজান আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে জানা যায়, ওই ব্যবসায়ীর মালিকানাধীন ট্রাকে তাঁর খামারের মুরগি ভরে বিক্রির জন্য ঢাকায় পাঠান।  মুরগিগুলো বিক্রি করে ট্রাক নিয়ে ফেরার পথে উপজেলার ভবানীপুর আঞ্চলিক সড়কের আম্বইল নামক স্থানে পৌঁছলে সশস্ত্র তিনজন যুবক মোটরসাইকে দিয়ে বেরিকেড সৃষ্টি করে তাদের গতিরোধ করেন। এসময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। এরপর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তা ফেরত দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। টাকা দিতে রাজী না হওয়ায় ট্রাকের চালক সজিব সেখ, হেলপার রবিন আহম্মেদ ও মুরগির খামারের ব্যবস্থাপক মো. শিপনকে বেধড়ক মারপিট করে। একইসঙ্গে তাদের শরীর তল্লাশি করে মুরগি বিক্রির ১লাখ ১০হাজার টাকা ও তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে থানায় ট্রাক নিয়ে থানায় আসার কথা বলে মোটরসাইকেল যোগে শেরপুর শহরের দিকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে চিহিৃত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।