মেয়রকে ৭ দিন সময় দিলেন শিক্ষার্থীরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

রাজধানীর সড়ক নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সাত দিন সময় দিয়েছেন শিক্ষার্থীরা। সুপ্রভাত পরিবহনের বেপরোয়া একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। খবর দেশ রুপান্তর 

এরপর বুধবার দুপুরের দিকে নর্দ্দা এলাকায় বিক্ষোভরত ১০ শিক্ষার্থী মেয়রের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন।

বৈঠকের পর বিইউপি শিক্ষার্থী তৌহিদুজ্জামান বলেন, ২৮ মার্চ পর্যন্ত আমরা দেখব কী অগ্রগতি হয়েছে। মেয়রের সঙ্গে সেদিন আবার বৈঠক হবে। তারপর পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে।

তিনি বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন কোনো গাড়ি ঢাকায় চলতে পারবে না, প্রথমবারের মতো স্টুডেন্ট কাউন্সিল গঠনসহ ছয় প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে যত দ্রুত সম্ভব বাস চলাচল নিশ্চিত করা বিষয়ে মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে।

তৌহিদুজ্জামান বলেন, মেয়র আমাদের কাছে সময় চেয়েছেন। আবরারের নিহতের মামলায় ৩০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন। সাত দিনের পরিকল্পনা করে ৩০ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

২৮ মার্চ মেয়রের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে তিনি জানান।