শেরপুরে টাউন বারোয়ারিতে সাতদিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২২ বার।

বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি হরিবাসর কমিটির উদ্যোগে সাতদিন ব্যাপি মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন শুরু হয়েছে। অধিবাসের মধ্যদিয়ে পৌরশহরের ঘোষপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ ভক্তরা বৃহস্পতিবার বিকালে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির উদ্বোধন করেন। 

 

এ সময় পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, পূজা উদযাপন পরিষদের নেতা নিমাই ঘোষ, সংগ্রাম কুন্ডু, হরিবার কমিটির নেতা প্রদীপ সাহা, শ্যামল বসাক, ডা. অরুনাংশু ম-ল, মধু কর্মকার এবং বিদ্যুৎ তলাপাত্র বক্তব্য রাখেন। পরে । এতে অংশ নেন।

 

শেরপুর টাউন বারোয়ারি হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নিমাই ঘোষ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাতদিন ব্যাপি ৫৬প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এটি ৫৯তম অধিবেশন। আগামি ৩০মার্চ পর্যন্ত চলা এই অধিবেশনে দেশ-বিদেশের মোট ১২টি দল নাম ও কীর্তন পরিবেশ করবেন। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাই ওই ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে বলে হরিবাসর কমিটির এই নেতা জানান।