বিডি ক্লিন-বগুড়ার সড়ক ও ফুটপাত সাফাইয়ে এবার যুক্ত হলেন নগরপিতা

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৮ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৯ বার।

‘বিডি ক্লিন-বগুড়া’র শহর সাফাই কার্যক্রমে জেলা প্রশাসন এবং সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পর এবার নগরপিতাও যুক্ত হলেন। বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ১০ আগস্ট শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশই নেননি; ওই সংগঠনের স্বেচ্ছাসেবীদের রীতিমত শপথ বাক্যও পাঠ করিয়েছেন। এদিন সকালে শহরের পিটিআই মোড় থেকে জোব্বার ক্লাব মোড় পর্যন্ত সাফাই কার্যক্রমে স্থানীয় কাউন্সিলর আরিফুর রহমান আরিফসহ তাঁর একদল সহকর্মীও অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু তার পরেও সংগঠনের স্বেচ্ছাসেবীরা বসে থাকেন নি। বরং নির্ধারিত সময় সকাল ৯টার মধ্যেই তারা নির্ধারিত স্থানে বেলচা, ঝাড়ু এবং পলিথিনের ব্যাগ নিয়ে উপস্থিত হন। প্রচণ্ড বৃষ্টিতে ঝাড়ু দেওয়া এবং ময়লা সংগ্রহ করতে গেলে পরিবেশ আরও নোংরা হতে পারে- এই আশঙ্কায় স্বেচ্ছাসেবীরা কিছু সময় অপেক্ষা করেন। এরপর বৃষ্টি কিছুটা কমে এলে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী এক সঙ্গে নেমে পড়েন।
এ দিনের সাফাই কার্যক্রম নিয়ে সংগঠনের মুখপাত্র আকবার আহমেদ ফেসবুকে লিখেছেন, “প্রচণ্ড রোদ থামাতে পারেনি। বৃষ্টি পারবে কেন? বৃষ্টির মধ্যেই সব হাজির। বরং আগে কাউকে কাউকে ঘুম থেকে ডেকে তুলতে হতো। এখন আর তা ডাকতে হয় না। ‘বিডি ক্লিন বগুড়া'র সাথে আজ যোগ দিয়েছিলেন বগুড়ার পৌর মেয়র জনাব অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান। তিনি আজ আমাদের শপথ পাঠ করান। বিডি ক্লিন বগুড়ার এমন সাপ্তাহিক পরিচ্ছন্নতা এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সবসময় আমাদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাকে পাশে পেয়ে আমরা উৎসাহিত।’
এর আগে গত ৩ আগস্ট শুক্রবার সংগঠনের স্বেচ্ছাসেবী শহরের দত্তবাড়ি থেকে কালিতলা হাট মোড় পর্যন্ত সড়ক এবং ফুটপাত পরিষ্কার করে। ওইদিন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিডি ক্লিন-বগুড়ার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করেন। সঙ্গে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, বগুড়া জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান রনি এবং বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে প্রায় দুই বছর আগে ঢাকায় বিডি ক্লিন নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে ওই সংগঠন বাংলাদেশের ৪৮টি জেলায় ১৪ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছে। চলতি বছরের ২৯ জুন বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করে বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা। প্রথম দিন তারা শহরের জিরো পয়েন্ট থেকে দুই নম্বর রেল গেট এলাকা পরিষ্কার করে। এরপর প্রত্যেক শুক্রবার সকালে সংগঠনটির সদস্যরা ধারবাহিকভাবে সাতমাথা থেকে শেরপুর রোড, দুই নম্বর রেল গেট থেকে বড়গোলা, জলেশ্বরীতলা এলাকা এবং ফতেহ আলী রোড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়।
বিডি ক্লিন-বগুড়ার এই কার্যক্রমে অভিভূত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পরিচ্ছন্ন বগুড়া গড়তে আরও বড় পরিসরে কাজ করার পরামর্শ দেন। এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য তিনি ২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে বিডি ক্লিন-বগুড়ার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বগুড়া পৌরসভা এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।বিডি ক্লিন-বগুড়ার মুখপাত্র আকবর আহমেদ জানান, ওই সভায় তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসন, পৌরসভা এবং চেম্বার অব কমার্সকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। বিডি ক্লিন-বগুড়ার সদস্যদের চাহিদার প্রেক্ষিতে বগুড়া চেম্বার কর্তৃপক্ষ আবর্জনা সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী ঝুড়ি (অস্থায়ী ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হবে) সরবরাহ করতে সম্মত হয়। এছাড়া পৌরসভা কর্তৃপক্ষ প্রতি শুক্রবার সকালে বিডি ক্লিন-বগুড়ার সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে আবর্জনাবাহী ট্রাক সরবরাহের অঙ্গীকার করেন।