লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো কর্মসূচী সফল করার লক্ষ্যে দুপচাঁচিয়ায় থানার ওসির মতবিনিময়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯ ১৪:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫১ বার।

২৫মার্চের কালো রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জল অবদান এবং মুক্তিযদ্ধে শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ কর্মসূচী দুপচাঁচিয়া থানা কর্তৃক সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে দুপচাঁচিয়ায় উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান মতবিনিময় করেছেন । শুক্রবার সন্ধ্যায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, থানার এসআই আব্দুস সালাম, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ আজাদ, উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জয়মুদ্দিন প্রামানিক, উপজেলা ট্রাক চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোবারক আলী, বগুড়া মোটরশ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি আবু কালাম আজাদ রাজা, উপজেলা চাউল কল চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন সরদার, একতা ড্রাইভার সমিতির সভাপতি হারুন প্রামানিক, উপজেলা কাঁচামাল লেবার শাখার সভাপতি আব্দুল মান্নান, উপজেলা পিক-আপ চালক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা কাঠ লেবার সমিতির সাধারণ সম্পাদক সোহেল সরদার প্রমুখ।