টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১৩ বার।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে  শনিবার বগুড়া শহরের বৃন্দাবনপাড়া খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। 

তিনি তার বক্তব্যে বলেন, 'ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মহৎ উদ্যোগ। এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব দুঃস্থ রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষকে এ সেবা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এটা অবশ্যয় মহৎ ও ভাল উদ্যোগ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আরও তৃণমূল পর্যায়ে বেশী বেশী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরামর্শ দেন।'

বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাবের সভাপতি মাসুম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,বগুড়া পৌরসভার কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু,কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নির্বাহী কর্মকর্তা এবং টিএমএসএস‘র উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন টিএমসি ও আরসিএইচ এর ট্রান্সফিউশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এ গফুর,সহকারী পরিচালক ডাঃ আ ন ম আব্দুর রাজ্জাকসহ অভিজ্ঞ চিকিৎসকগণ। সার্বিক সহযোগীতা করেন রাইজিং ক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাফি,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রমোশন অফিসার মোঃ আব্দুর রহিম রুবেল।

দিনব্যাপী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ বৃন্দাবনপাড়া খেলার মাঠে গরীব দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। উল্লেখ্য টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং রাইজিং ক্লাবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় ক্লাবের সকল সদস্য ও সদস্য পরিবারকে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে।