সরকারি আঃ হক কলেজে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন

অরূপ রতন শীল
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯ ১০:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১৯ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্স আপ হয়েছে কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগ। রোববার সকাল ১০টায়  কলেজের খেলার মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংরেজি বিভাগ। তারা দলীয় ১৪১ রান সংগ্রহ করেন। জয়ের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক বিভাগ প্রথম দিকে ভাল খেললেও  সকল উইকেট হারিয়ে ৭২ রানে অলআউট হয়ে যায়। এতে সহজেই জয় পান ইংরেজি বিভাগ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এবং সিরিজ হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগের মুস্তাফিজুর রহমান। ১০ মার্চ শুরু হওয়া এই  টুর্নামেন্টে কলেজের ২৪ টি বিভাগ অংশগ্রহণ করেন।

চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগের টিম ম্যানেজার সহযোগী অধ্যাপক জাহিদ সারোয়ার আলী খান, প্রধান কোচ ফখরুল মূলক এবং সহকারী কোচ রকিবুল ইসলাম ও রেজাউল করিম  দায়িত্ব পালন করেন।

খেলা শেষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অধ্যক্ষ শাহজাহান আলী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এসময় সকল বিভাগের বিভাগীয় প্রধান,উচ্চ মাধ্যমিক ভবনের ভারপ্রাপ্ত ইনচার্জ সুব্রত কুমার সাহা,   শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ফারুক আহম্মদ, সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম মোজাম্মেল হোসাইন বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রঊফ সহ সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক আব্দুল আলিম।