বগুড়ায় র‌্যাবের অভিযান: দূর্গম চরাঞ্চল থেকে আগ্নেয়াস্ত্রসহ ১ ব্যক্তি গ্রেফতার

মিষ্টি রহমান
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯ ১০:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

বগুড়ায় সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ জামাল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার শিমুলতাইড় পূর্বপাড়া গুচ্ছগ্রাম থোকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ১টি ওয়ান শ্যূটার পাইপগান, একটি কাটা রাইফেল, পাঁচ রাউন্ড গুলি, ২টি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করেন।
র‌্যাব-১২ বগুড়া কোম্পানির পক্ষ থেকে রোববার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে গ্রেফতার জামাল শেখ এলাকায় ‘জামাল ডাকাত’ নামে পরিচিত। যমুনা  নদীর চর বেষ্টিত গ্রাম শিমুলতাইড়ের শাজাহান ওরফে কালুর ছেলে জামাল ওই এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মত গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। ওইসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র‌্যাব বগুড়া কোম্পানির কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামে অভিযান চালান। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী একটি টিনসেড ঘরের মধ্য থেকে জামাল শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মেজর এস এম মোর্শেদ হাসান জানান, তাদের সন্ত্রাস বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার করা হবে।