৬৭৩জন ট্যালেন্টপুলে

বগুড়ায় পঞ্চম শ্রেণিতে এবার ২ হাজার ৮৯জন বৃত্তি পেয়েছে

অরূপ রতন শীল
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৩ বার।

বগুড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ২০৮৯ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী বৃত্তিপ্রাপ্তদের ৬৭৩জন ট্যালেন্টপুলে নাম লিখিয়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে ট্যালেন্টপুল এবং সাধারণ- এই উভয় শাখায় সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে বগুড়া সদর উপজেলার শিক্ষার্থীরা।
২০১৮ সালে ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। চলে ২৬ নভেম্বর পর্যন্ত। এতে বগুড়ার ৫৬ হাজার ৬৭৩জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ হাজার ৭৬৯জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পাশের হার ছিল ৯৬ দশমিক ৭৭ শতাংশ।
নিচে উপজেলাওয়ারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হলো
বগুড়া সদরে বৃত্তি পেয়েছে মোট ২৯৬জন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১০১জন। শিবগঞ্জে ৮৬জন ট্যালেন্টপুলে এবং ১২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সারিয়াকান্দিতে বৃত্তি পাওয়া ১৯৩জনের মধ্যে ট্যালেন্টপুলে নাম লিখিয়েছে ৬৪জন। শেরপুরে ট্যালেন্টপুলে ৬৮জন এবং সাধারণ গ্রেডে ১১৭জনসহ মোট ১৮৫জন বৃত্তি পেয়েছে। গাবতলীতে বৃত্তি পাওয়া ১৮৬জনের মধ্যে ৬৩জন ট্যালেন্টপুলে স্থান করে নিয়েছে। 
এছাড়া দুপচাঁচিয়ায় ট্যালেন্টপুলে ৩১জনসহ মোট ১৭৮জন, ধুনটে ৬০জন ট্যালেন্টপুলেসহ ১৭৭জন, কাহালুতে ট্যালেন্টপুলে ৩৪জনসহ ১৪৫জন, সোনাতলায় ট্যালেন্টপুলে ৪৫জনসহ ১৪৪জন,  আদমদীঘিতে ট্যালেন্টপুলে ৩৭জনসহ ১৩০জন, শাজাহানপুরে ৫২জন ট্যালেন্টপুলেসহ ১২১জন এবং নন্দীগ্রামে ৩২জন ট্যালেন্টপুলেসহ মোট ১১৯জন বৃত্তি পেয়েছে।
বগুড়া জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনালী সরকার জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ঘোষিত বৃত্তির ফলাফল ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।