বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯ ১৩:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৬ বার।

বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় প্রতিষ্ঠানের সহকারী সিনিয়র শিক্ষিকা মাগফুরা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান স্মৃতিচারক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সভার শুরুতে ভয়াল কালো রাতে নিহতদের সন্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  এরপর  স্বাগত বক্তব্য রাখেন  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।  এসম আরও বক্তব্য রাখেন  সহকারী শিক্ষক  বিজন কুমার রায় ও  ফজলে রাব্বী  ফারুক হোসেন।  আলোচনা শেষে নিহতদের রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইদুর রহমান।  অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক আমজাদ হোসেন শোভন।