ধুনটে নৈশ প্রহরীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় আশাদুল ইসলাম (৩৫) নামের এক নৈশ প্রহরী আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাত ৩টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম কান্তনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আশাদুল ইসলাম প্রায় বিশ বছর আগে বিলচাপড়ী মালোপাড়া গ্রামের জেলদার হোসেনের মেয়ে দেলেরা খাতুনকে বিবাহ করে। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়ীতে ঘর-জামাই ছিল আশাদুল। সে বিলচাপড়ী বাজারের নৈশ প্রহরী হিসেবে চাকুরী করে আসছিল। রবিবার দুপুরে স্ত্রীর উপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়। 

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই আজিজ মন্ডল জানান, ময়না তদন্ত শেষে আশাদুল ইসলামের মৃতদেহ স্বজনদের বুঝে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারন জানা যাবে।