ধুনটে গণহত্যা দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯ ১৪:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কশিমনার (ভূমি) জিনাত রেহেনা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সহসভাপতি গোলাম সোবহান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদার রহমান হেলাল, অরুন কুমার দেবনাথ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু, ধুনট সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আফরিন আকতার বিন্দু, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত কুমার ঘোষ ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানা হক। 

এদিকে সোমবার সন্ধ্যায় ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বগুড়া জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে ধুনট থানার আয়োজনে শহীদদের স্মরনে ৫ হাজার মোমবাতি প্রজ্জলনের কর্মসূচি রয়েছে।