গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বগুড়ায় সাংবাদিকদের বিক্ষোভ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৮ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১ বার।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনকালে ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বগুড়ার সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) উদ্যোগে দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর কারা হামলা করেছে তা সবাই জানে। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না।
বক্তারা অভিযোগ করেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দিয়েছেন। বলা হয়েছিল শনিবারের মধ্যে তাদের ধরা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হামলাকারীরা এখনও আড়ালেই থেকে গেছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হামলাদারীদের গ্রেফতারের দাবিতে বিএফইউজের ডাকে আজ সারাদেশের সাংবাদিকরা সোচ্চার হয়েছেন। যতদিন তাদের ধরা না হবে ততদিন সাংবাদকিরা প্রতিবাদ কর্মসূচী পালন করে যাবেন।
সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বিএফইউজের যুগ্ম মহাসচিব জি. এম সজল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন ও বিইউজের সাধারণ সম্পাদক জে. এম রউফ।