স্বাধীনতা দিবসের কর্মসূচী

বগুড়ার ধুনটে শহীদদের গণকবর জিয়ারত

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০১৯ ০৫:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০১ বার।

স্বাধীনতা দিবসে মঙ্গলবার সকালে বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের গণকবর জিয়ারত করা হয়েছে। জিয়ারতে অংশ নেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মতিউর রহমান সাজু, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, খলিলুর রহমান, ফেরদৌস আলম, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরআগে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, ধুনট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ধুনট প্রেস ক্লাব, ধুনট বার্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।