সরকারি আঃ হক কলেজে স্বাধীনতা দিবস পালিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা  দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন।  
পরে দিবসটির উপর কলেজের মুক্ত মঞ্চে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী।  আরও বক্তব্য রাখেন, গাবতলী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল , মুক্তিযোদ্ধা আব্দুল বারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক  ফারুক আহম্মেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল সরকার , দর্শন বিভাগের প্রভাষক ফিরোজ মিয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কেএম মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্লাহ, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল্লা আল আমিন, আরবি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদ ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসমাউল হুসনা। 
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। সব শেষে অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী  রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী।