বগুড়া সদর উপজেলা সিপিবির সম্মেলনঃ দ্বি-দলীয় বৃত্ত ভাঙ্গার আহবান

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৮ ১৬:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫২ বার।

মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা নিয়ে ৩০ লাখ মনুষ জীবন দিয়েছে- স্বাধীনতার ৪৭ বছর পরেও তার বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বগুড়ায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সংগঠনের বগুড়া সদর উপজেলা কমিটির সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ, মুক্তবাজার অর্থনীতি ও পুঁজিবাদের কারণে গরীবরা আরও গরীব এবং ধনীরা আরও ধনী হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য দ্বি-দলীয় বৃত্ত ভেঙ্গে সমাজতন্ত্র ও সাম্যবাদের পথে আসতে হবে।

বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন পোস্ট অফিসের সামনে অনুষ্ঠিত সিপিবি সদর উপজেলা কমিটির ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না। প্রধান আলোচক ছিলেন সিপিবি’র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। সম্মেলনে বক্তারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে সংগ্রাম করার আহবান জানান।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার তারা। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ পাল। 

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। পরে লাল পতাকা র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা গণসঙ্গীত পরিবেশন করে।


সম্মেলনে বক্তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বড় দলগুলো ক্ষমতার জন্য আন্দোলন করলেও সিপিবি গণতন্ত্র ও মেহনতি মানুষের দাবী আদায়ের জন্য আন্দোলন করে। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুল হোক দুলু, জেলা বাসদের নারী নেত্রী দিলরুবা নূরী, ফজলুল রহমান, হাসান আলী শেখ, সাজেদুর রহমান, নাদিম মাহমুদ।