২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস

বগুড়া থিয়েটারে মঞ্চস্থ হবে ‘কবর’

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০১৯ ১৭:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৪ বার।

 

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ২৭ মার্চ বুধবার বিকেলে বগুড়া থিয়েটার কার্যালয়ে কবর নাটক মঞ্চস্থ হবে।মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া  থিয়েটার ও কলেজ থিয়েটার যৌথভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব নাট্য দিবস পালন করবে। আমজাদ শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের নাট্য আন্দোলন’। এ ‍উপলক্ষ্যে বগুড়া থিয়েটারে ড. সেলিম আল দীন মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরে বিকেল পাঁচটায় ওই মঞ্চে মুনীর  চৌধুরী রচিত কবর নাটক মঞ্চস্থ করা হবে। নির্দেশনায় রয়েছেন নাট্যজন তৌফিক হাসান ময়না।