শেরপুরে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯ ১২:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

বগুড়ার শেরপুরে মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে  বুধবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি  মুনসী সাইফুল বারী ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত কুমার বসাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম ওবায়দুর রহমান ও মুক্তিযোদ্ধা তরণী কান্ত সরকার। এছাড়া অন্যদের মধ্যে শেরপুর টাউন কলোনি এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায়, শেরপুর ডিজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, নাগরিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহজামাল কামাল, সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আলম লিমন, সদস্য আব্দুল হালীম খোকন, কামরুল হাসান ফারুক, আপেল মাহমুদ আশকারী প্রমুখ বক্তব্য রাখেন। স্মৃতিচারণায় অংশ নিয়ে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। সভায় বক্তরা বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তাই স্বাধীনতা ধরে রাখতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।