নওগাঁর পৃথক অগ্নিকান্ডে ৬টি গরুসহ বসতবাড়ি পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

নওগাঁর আত্রাই ও সাপাহারে পৃথক অগ্নিকান্ডে ৬টি গরু ও বসতবাড়িসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুগে ছাই হয়ে হেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামের কৃষক ফিরোজ হোসেনের বাড়ি গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় গ্রামবাসী ঘন্টাব্যাপী শ্যালো মেশিনের পানিতে আগুন নিভাতে সক্ষম হলেও গোয়ালে থাকা তার ৬টি গরু পুড়ে মারা যায়। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নিতাই ঘোষ জানান কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে ওইদিন রাতে জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের আবুল কাশেমের বাড়িতে আগুন লেগে ধান চাল,নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আবুল কাশেমের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। কারন আগুনে আমার বাড়ি যখন পুড়ছে ঠিক তখন প্রতিবেশী বেশ কয়েকজনের বাড়ির প্রধান ফটকে তালা লাগানো হয়েছে। যাতে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভাতে যেন না পারে। এব্যাপারে সাপাহার থানার ওসি শামসুল আলম খাঁন বলেন অগ্নিকান্ডের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।