বগুড়ার শেরপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ প্রতিপাদ্যে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে।  বুধবার (২৭মার্চ) আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. হফিজুর রহমান, শেরপুর সরকারি ডি,জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায় প্রমূখ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপি এই মেলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭টি স্টল রয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে স্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভও দেশ গড়তে বিজ্ঞান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই শিক্ষাকে এগিয়ে নিতে নতুন নতুন চিন্তা চেতনার প্রসার ঘটাতে হবে। নিয়মিত বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই ক্ষুদে বিজ্ঞানীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এই মেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে তারা মনে করেন।