বন্ধুর বিয়েতে গিয়ে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।


বগুড়ার ধুনটে গাছের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় আহসান হাবিব জেবু (২৩) নামে  পুলিশের একন কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব জেবু সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, আহসান হাবিব জেবু প্রায় ৫ বছর আগে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পান। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন। তার বন্ধু ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের জনৈক ইসমাইল হোসেনর বিয়ে উপলক্ষ্যে তিনি ছুটি নেন। ২৬ মার্চ তিনি বন্ধুর বাড়িতে যান। বুধবার দুপুরে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান আহসান হাবিব জেবু। সেখান থেকে রাত ১২টায় মোটরসাইকেল নিয়ে বন্ধু ইসমাইল হোসেনের বাড়িতে ফিরছিলেন তিনি। ফকিরপাড়া গ্রামের মোড়ে পৌঁছুলে অসাবধানতাবশত তার মোটর সাইকেলটি সড়কে পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। 

ধুনট থানার অফিসার ইনচার্জ  ইসমাইল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আহসান হাবিব জেবুকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবণতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।