বগুড়ায় টিএমএসএস‘র উদ্যোগে বি-ব্লক কাঁচাবাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

টিএমএসএস এর উদ্যোগে  বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক কাঁচাবাজারে নিরাপদ সবজী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিএমএসএস পরিচালক (হেম অপাঃ-২) মোঃ রেজাউল করিম। বি-ব্লক কাঁচাবাজারের সভাপতি মোঃ গাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস পরামর্শক (এসএমই) মোঃ নঈম চৌধুরী,যুগ্ম-পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান,কৃষিবিদ মাহমুদুল হাছান, জোন প্রধান মোঃ মাছুদুর রহমান, অঞ্চল প্রধান জাহেদুর রহমান,শাখা প্রধান লিটন তালুকদার,খোরশেদ আলম, আব্দুল মালেক,বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক আব্দুল মজিদ,আব্দুল মান্নান,আব্দুল মতিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বি-ব্লক কাঁচা বাজারের স্থানীয় দোকানদার,কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত পিএসিই প্রকল্পের আওতায় নিরাপদ পদ্ধতিতে “সাধারণ ও উচ্চ মূল্যের সবজি চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধিকরণ ” শীর্ষক উপ-প্রকল্পের প্রশিক্ষিত কৃষক কর্তৃক উৎপাদিত সবজি বাজারজাত করার লক্ষে বি-ব্লকে “আরিফ সবজি ঘর” নামে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। টিএমএসএস-পিএসিই প্রকল্প সুত্রে জানা যায়, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার তিনটি শাখা অফিসের মাধ্যমে ৫০০০ জন কৃষককে প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি চাষিদেরকে তাদের উৎপাদিত সবজি বাজারজাত করতে সহায়তা করা হচ্ছে।