করতোয়ার জন্মদিনে ‘পুণ্ড্রকথা’র শুভেচ্ছা

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৮ ১৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭১৩ বার।

উত্তরাঞ্চলের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’ ৪৩ বর্ষে পা রাখলো। জন্মদিনে ‘করতোয়া’কে শুভেচ্ছা জানিয়েছে অনলাইন দৈনিক ‘পুণ্ড্রকথাডটকমডটবিডি’। রোববার রাতে ‘পুণ্ড্রকথা’ উদ্যোক্তা পরিষদের সদস্য আসাদুল হক কাজলের নেতৃত্বে কর্মরত সাংবাদিকরা করতোয়া কার্যালয়ে গিয়ে দৈনিকটির সম্পাদক মোজাম্মেল হক লালুকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা দৈনিক করতোয়ার আরও সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের দীর্ঘায়ু কামনা করেন।

দৈনিক করতোয়া ১৯৭৬ সালের ১২ আগস্ট আত্মপ্রকাশ করে। বগুড়া থেকে প্রকাশিত পত্রিকাটি বিগত শতাব্দীর ৯০-এর দশকে মুদ্রণকাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খবর ও ছবি পরিবেশনে পাঠকদেরে আস্থা অর্জনে সক্ষম হয়। এরপর পত্রিকাটিকে ঢাকা থেকে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে পত্রিকাটি বগুড়া ও ঢাকায় এক যোগে প্রকাশিত হচ্ছে।

শুভেচ্ছা জানাতে পুণ্ড্রকথা’র পক্ষে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন- সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি মুনশী তারিকুল আলম ডলার, সাধারণ সম্পাদক ও পুণ্ড্রকথার চীফ রিপোর্টার অরূপ রতন শীল, রিপোর্টার মুজাহিদুল ইসলাম জাহিদ, অসীম কুমার কৌশিক, আকতারুজ্জামান সোহাগ ও আব্দুল আউয়াল।