চাকরি দেওয়ার নামে ১৫ লাখ টাকা আত্মসাত

শেরপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণায় ১ ব্যক্তি গ্রেফতার

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০১৯ ১০:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২১ বার।

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দিয়ে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ার শেরপুর থানা পুলিশ আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মান্নান সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উজান মেওয়াখোলা গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।
পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নুরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির দায়ের করা মামলার আসামীকে হিসেবে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন,‘প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতার বড় ধরনের প্রতারক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমা-ে নেওয়া হতে পারে।
পুলিশ জানায়, আব্দুল মান্নান প্রায় আড়াই বছর আগে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামে জনৈক দেলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে। পরবর্তীতে তার সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তখন মান্নান নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস  সহকারি পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য বাবুকে প্রলোভন দেয়। এজন্য তার কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করে। চাকরি পাওয়ার আশায় বাবু তাকে দু’টি চেকের মাধ্যমে দাবি করা টাকা পরিশোধ করেন। টাকা পাওয়ার পর পরই আব্দুল মান্নান গা ঢাকা দেয়। বহু চেষ্টা করেও আব্দুল মান্নানের কোন খোঁজ কিংবা টাকা ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বাবু গত বুধবার শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানের স্ত্রীকেও আসামী করা হয়েছে।
পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আব্দুল মান্নান পালিয়ে কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থান করছিল। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে।প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই আব্দুল মান্নানের পেশ। সে বিভিন্ন জায়গায় নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবদ করলে তার কাছ থেকে প্রতারণার অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে।’