নওগাঁয় আদিবাসী পল্লীতে হামলাকারিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০১৯ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৭ বার।

নওগাঁর ধামুইরহাটে আদবিাসী পল্লীতে হামলা, অগ্নসিংযোগ এবং লুটপাটরে সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে শুক্রবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের সদস্যদের পুনর্বাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ তাদের নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা নওগাঁ জেলার ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, খাদ্য সামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহেরও দাবি জানান। 
গত ২৪ মার্চ গভীর রাতে ধামইরহাট উপজেলার কাগজকুটা গ্রামের ভূমিহীন পল্লীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ওই পল্লীর অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ২জনকে আটক করে।
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখা আয়োজিত শুক্রবার দুপুরে ধামুইরহাটে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন, জোটের নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবি'র সভাপতি অ্যাডভোকেট মহসীন রেজা, বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, বাসদের পতœীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল টুডু ও ধামুইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু।