ভেঙ্গে যাওয়া দাঁতের রিপ্লেসমেন্ট করতে হবে

আহত সঙ্গীত শিল্পী খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ ০৮:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৯ বার।

সড়ক দূর্ঘটনায় আহত একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশীদ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের সদ্যরা জানান, তাকে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খুরশীদ আলম শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভেঙ্গে যাওয়া দাঁতগুলো রিপ্লেসমেন্টের জন্যই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সঙ্গীত শিল্পী খুরশীদ আলম শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় (এসওএস স্কুল থেকে একটু সামনে) সড়ক দূর্ঘটনায় আহত হন। তাকে বহনকারী প্রাইভেট কারকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি মুখমণ্ডলে আঘাত পান। পরে তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, খুরশীদ আলমের মাথায় আঘাত পেলেও তা গুরুতর নয়।  তবে তার পাঁচটি দাঁত ভেঙ্গে যায়। শনিবার সকালে তার মাথায় সিটি স্ক্যান করা হয়। শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশীদ আলম সুস্থ আছেন।
একুশে পদক প্রাপ্তি উপলক্ষ্যে বগুড়ায় বসবাসকারী জয়পুরহাটবাসীর পক্ষ থেকেদেওয়া সংবর্ধনা নিতে গত বৃহস্পতিবার বগুড়ায় আসেন খুরশীদ আলম। শুক্রবার বগুড়ায় হোটেল মম ইন-এ জয়পুরহাট সমিতির পক্ষ থেকে খুরশীদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়। এইকদিন তাঁর ছোট ভাই সাংবাদিক মুরশীদ আলমকেও প্রেস কাউন্সিলের পদক প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা দেয় সংগঠনটি।
মুরশীদ আলম জানান, সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার ভাই মম ইন হোটেলেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে একদল ভক্ত খুরশীদ আলমকে শহরে একটি ঘরোয়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পরে সেখান থেকে শুক্রবার রাত ৩টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে তিনি হোটেল মম ইন-এ ফিরছিলেন। ঝোপগাড়ি এলাকায় পৌঁছার পর পরই বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথাসহ মুখমণ্ডলে আঘাত পান। তার পাঁচটি দাঁত ভেঙ্গে যায়। 
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, খুরশীদ আলমকে রাত সাড়ে ৩টার দিকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, সকালে তার মাথায় সিটিস্ক্যান করা হয়। কিন্তু তাতে কোন সমস্যা নেই। শনিবার সকালে তিনি হাসপাতালে হাঁটাচলাও করেছেন। তিনি বলেন, মূলত ভেঙ্গে যাওয়া দাঁতগুলো রিপ্লেসমেন্ট করানোর জন্যই খুরশীদ আলমকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ভাই মুরশীদ আলম জানান, শনিবার ২টা ১০ মিনিটে খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
বগুড়া উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রাকটিকে সনাক্ত করা যায়নি। তবে খুরশীদ আলমকে বহনকারী প্রাইভেট কারটিকে উদ্ধার করে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে। তিনি বলেন, ‘দূর্ঘটনার পর পরই আমাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে যায়। কিন্তু দূর্ঘটনাকবলিত প্রাইভেট কারের ভেতরে থাকা কেউ ট্রাকটি সম্পর্কে কোন তথ্য দিতে পারেন নি। ফলে সেটি সনাক্ত করাও সম্ভব হয়নি।’