বগুড়া লেখক চক্রের ৮০০তম সাহিত্য আসর উদযাপন

বসন্তের কবিতা নিয়ে মেতেছিলেন কবিরা

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ ১৩:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৫ বার।

বগুড়া লেখক চক্রের ৮০০তম পাক্ষিক সাহিত্য আসর উপলক্ষ্যে শুক্রবার রাতে শহরের একটি অভিজাত হোটেলে বসন্তের কবিতা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করে। 
প্রথমে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, একতারা সম্পাদক মতিয়ার রহমান, কবি পান্না করিম, কবি হাবীবুল্লাহ জুয়েল, কথাশিল্পী আব্দুর রাজ্জাক বকুল, শীতল সাহা ও অংশু মোস্তাফিজ। বক্তারা সংগঠনে ৮০০তম পাক্ষিক সাহিত্য আসরের পূর্বাপর ইতিহাস বর্ণনা করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। 
পরে কবিতা পাঠ করেন- খৈয়াম কাদের, মতিয়ার রহমান, পলাশ খন্দকার, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, পান্না করিম, আমির খসরু সেলিম, সারমিন সীমা, কামরুন নাহার কুহেলী, আফসানা জাকিয়া, আনিস রহমান, অনন্যা গুপ্তা, শুভ্রা সাহা, প্রতত সিদ্দিক, শাহানুর শাহীন, এম এ ছাত্তার খন্দকার, অংশু মোস্তাফিজ, আবু রায়হান, রুবী রুমানা, হিরুণ্য হারুন, দিগন্ত দিনেশ, শীতল সাহা, মাসুকুর রহমান, আল আমিন মোহাম্মদ, আব্দুল মতিন, আমিনুল ইসলাম বাবু, রাব্বী হাসান ও আল হাসান মাহমুদ সজীব।