ধুনটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক প্রতিযোগিত

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ ১৩:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

বগুড়ার ধুনটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকালে ধুনট পাইলট বালিকা বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিশু সাহিত্য সংগঠন ‘কুঁড়ি’ আয়োজিত ওই প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এবং ‘কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক। সভাপতিত্ব করেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলম।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ধুনট পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা আলমগীর প্রথম স্থান, ইফাত হাবিবা দ্বিতীয় স্থান ও তানজীম আফরোজ তৃতীয় স্থান অর্জন করে।