বারবার কেন আগুন লাগে ডিএনসিসি মার্কেটে

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ ১৫:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

রাজধানীর গুলশান এক নম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজার ও সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, বারবার কেনো আগুন লাগে এই মার্কেটে? মার্কেট বন্ধ থাকার সময় এবং রাতে কেন অগ্নিকাণ্ড ঘটে? দেড় মাসের মধ্যে রাজধানীতে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা থাকতে পারে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও সন্দেহ করছেন। খবর সমকাল অনলাইন 

শনিবার ভোরে ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটে যখন আগুন লাগে তখন, মার্কেট বন্ধ ছিল এবং ব্যবসায়ীরা ছিলেন বাসায়। আগুনের খবর পেয়ে তারা ছুটে আসেন মার্কেটে। তাদের আসার আগেই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ২০ জন ব্যবসায়ী বলেন, ২০১৭ সালে ৩ জানুয়ারি আগুন লেগেছিল রাতে। গতকাল লেগেছে প্রত্যুষে। এটাকে রহস্যজনক বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, এটা দুর্ঘটনা নাকি নাশকতা তা পুঙ্খানুপঙ্খভাবে খতিয়ে দেখতে হবে।

২০১৭ সালে গভীর রাতে এই মার্কেটে আগুন লেগে কাঁচা বাজারসহ পাঁচশতাধিক দোকান পুড়েছিল। সেসময় ব্যবসায়ীরা অভিযোগ তুলেছিলেন, তাদের উচ্ছেদ করতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে নাশকতা নয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

দেড় মাসের মধ্যে রাজধানীতে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশংকা করছেন মেয়র সাঈদ খোকন। শনিবার নগর ভবনে 'নিরাপদ কেমিকেল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্টুততি' শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, না কি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানান তিনি।