সমালোচনার কড়া জবাব দিলেন সোনাক্ষী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ ১৫:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২০ বার।

সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা। এ নিয়ে দলের অন্দরে সমালোচনা তুঙ্গে; কিন্তু বাবার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সোনাক্ষী সিনহা। নিন্দুকদের কড়া সমালোচনা করতে ছাড়েননি তিনি।

ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীকে তার বাবা শত্রুঘ্ন সিনহার বিজেপি থেকে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে সোনাক্ষী জানান, বিজেপি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। এছাড়া তিনি আরও জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিৎ ছিল তার বাবার। 

বাবার সঙ্গে  সোনাক্ষী  

সাংবাদিকদের উদ্দেশ্যে সোনাক্ষী বলেন, ‘বাবা সেই জে পি নারায়ণ, অটলবিহারি বাজপেয়ি, এল কে আদভানির সময় থেকে বিজেপির সঙ্গে যুক্ত। দলের একজন প্রবীণ নেতা হিসেবে তার যতটা শ্রদ্ধা প্রাপ্য, তিনি মোটেও তা পাননি। তাই আমার মনে হয়, বাবার হয়তো এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।’

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন ৭২ বছর বয়সী এই অভিনেতা।