হিজড়াদের গণবিয়ে!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯ ০৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৯ বার।

অন্যান্য অধিকারের মতো জীবনসঙ্গীও বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারতের হিজড়ারা। শনিবার ছত্তিশগড়ে ১৫ যুগল হিজড়ার এক গণবিয়ে অনুষ্ঠিত হয়। ধুমধাম করে নতুন জীবন শুরু করেন তারা।

এনডিটিভি জানায়, সাধারণ হিন্দু রীতিতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়। গায়েহলুদ, মেহেদি, নাচ-গান সব আয়োজনই ছিল এতে।

এ গণবিয়ের আয়োজনের মূলে ছিলেন ছত্তিশগড়ের রায়গড়ের মেয়র মধু কিন্নর। হিজড়া সম্প্রদায়ের এ নেতা বলেন, অনেক আগেই এটি হওয়ার দরকার ছিল।

তিনি বলেন, “আমরা হিজড়ারা আমাদের কোনো আনন্দ-বেদনা কারও সঙ্গে ভাগ করতে পারি না। এখন সরকারের উদ্যোগে বিয়ের সুযোগ আমরা পাচ্ছি।”

মধু কিন্নর বলেন, আমরা এখন জীবনসঙ্গী বেছে নিতে পারছি। এর চেয়ে ভালো সংবাদ আর কী হতে পারে!

প্রসঙ্গত, ২০১৪ সালে দেশটির সুপ্রিম কোর্ট হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে ঘোষণা দেয় এবং তাদের সব ধরনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে।