পাঁচটি ঘর পুড়ে গেছে

বগুড়া হাকির মোড় এলাকায় বাড়িতে ভয়াবহ আগুন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮৪ বার।

বগুড়ার হাকির মোড় এলাকায় অগ্নিকান্ডে দুইটি পরিবারের পাঁচটি টিনের  ঘর পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাকির মোড় থেকে ১০০গজ উত্তরে স্নিগ্ধা আবাসিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক দুই লাখ টাকা মালামালের ক্ষতি হয়েছে। বিষয়টি উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর গফুর নিশ্চিত করেছেন। বাসার মালিক  স্থানীয় মৃত সেলিমের দুই ছেলে বাদশা এবং সোহেল। তারা পেশায়  ইলেকট্রেশিয়ান।  

বাদশার স্ত্রী নাসিমা  পুণ্ড্রকথাকে  জানান, তিনি দুপুরে রান্না করে বাসায় তালা দিয়ে  বের হয়ে যান। আগুনের খবর পেয়েই তিনি দ্রুত  ছুটে আসেন। 

তিনি আরও জানান, রুমের মধ্যে থাকা খাট, সোফা, জামা-কাপড়, টিভি, ফ্রিজ সহ সব কিছু পুড়ে গেছে। এতে আনুমানিক দুই  লাখ টাকার ক্ষতি হয়েছে।  

অগ্নিকান্ডের বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, 'খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে পৌছায়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। আগুনের সূত্রপাতের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'রান্না ঘরের চুলার খরি থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে।' 

উপশহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রায় আধাঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ দূর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি। তবে ঘটনাস্থলে তাদের একটা টিম থাকবে। 

বগুড়া ০১ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সার্জিল আহম্মেদ টিপু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।