এইচএসসি পরীক্ষা

ধুনটে ২২জন অনুপস্থিত এক পরীক্ষার্থী বহিস্কার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে আলমগীর হোসেন নামের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধুনট উপজেলা ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সোমবার ধুনট সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬০জন শিক্ষার্থী এবং ধুনট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের ৬৩৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। অন্যদিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৪টি বিএম কলেজের ২৪৮জন এবং হাজী কাজেম জোবেদা বিএম কলেজ কেন্দ্রে ৪টি প্রতিষ্ঠানের ২০০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। অন্যদিকে ধুনট জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল আলিম মাদ্রাসায় ৭টি মাদ্রাসার ৬৭জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

অন্যদিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আলমগীর হোসেন নামের এক পরীক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিস্কার করা হয়েছে। সে নারায়ানপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী। তার রোল নম্বর ৫৩৪৪০৭। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা তাকে বহিস্কার করেন। ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।