এইচএসসিতে প্রথম দিনে শিবগঞ্জের ৫ টি কেন্দ্রে অনুপস্থিত ১৫ জন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯ ১৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট ৯৬২ জনের মধ্যে ৯৪৭ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের ওই পরীক্ষায় অংশ নেয়। এতে ১৫ জন অনুপস্থিত ছিলো। 

শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী সংখ্যা ২২৩ জন, এর মধ্যে উপস্থিত ছিলো ২২০ জন ও অনুপস্থিত ০৩ জন। পরীক্ষা চলাকালে কেন্দ্রটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম এবং দায়িত্ব প্রাপ্ত অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। 

শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪০জন, উপস্থিত ২৩৫ জন ও অনুপস্থিত ৫ জন। এ কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবু রায়হান এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রহমান।

শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৪ জন, উপস্থিত ২২২ জন ও অনুপস্থিত ০২ জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী এবং কেন্দ্র সচিব অত্র কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন।

এইচএসসি (বিএম) শাখার বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫০জন, উপস্থিত ১৪৮ জন ও অনুপস্থিত ২জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পিডিবিএফ ইসমাইল হোসেন এবং কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন বেতগাড়ী মীর শাহে আলম কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম। 

কিচক কারিগরি কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৫ জন, উপস্থিত ১২২ জন ও অনুপস্থিত ০৩ জন। দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান আতিকুর রহমান।