আদমদীঘিতে মানসিক রোগীর বিষপানে আত্মহত্যা

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৩ অগাস্ট ২০১৮ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

আদমদীঘিতে মামুনুর রশিদ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার বাড়ি উপজেলার চাটখইর পশ্চিমপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বজুর রশিদের ছেলে। স্বজনরা জানান, মামুন মানসিক রোগী ছিলেন। ওই ঘটনায় আদমদীঘি থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক মিনার আলী জানান, আত্মহননকারী মামুনুর রশিদ প্রবাসে কর্মরত ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি বাড়ীতে আসেন। মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মা মায়েদা বেগম তাকে শিকলবন্দি করে রাখতেন।  সোমবার ভোরে তার এক বোন পায়ের শিকল খুলে দিলে মামুনুর রশিদ নিখোঁজ হয়। সকাল ৭টায় বাড়ী থেকে প্রায় ৬ কিলোমিটার দুরে নামাপোওতা গ্রামের নিকট খাড়ির পাড়ে মামুনুর রশিদকে বিষপান করে ছটফট করতে দেখে। খবর পেয়ে গ্রামবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আদমীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়া শহীদ জিযাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মামুনুর রশিদের মৃত্যু হয়।