ব্রুনাইয়ে সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্কের শাস্তি পাথর ছুড়ে হত্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করতে কঠিন শাস্তির বিধান চালু করতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র ব্রুনাই।

বুধবার থেকে দেশটিতে এই ধরনের কর্মকাণ্ডের শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের আইন চালু হচ্ছে বলে সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

সিএনএনের খবরে হয়, মুসলিম অধ্যুষিত ব্রুনাইয়ে একাধিক বিয়ের বিষয়ে সরকার অনেক ক্ষেত্রেই কড়া শাস্তির আইন চালু করেছে। মদ বিক্রি থেকে মদ্যপান সবটাই নিষিদ্ধ সেখানে। তাছাড়াও আরো অনেক মুসলিম সামাজিক রীতি বহির্ভূত বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিবাচক থাকলেও দেশটির অ্যাটর্নি জেনারেলের ওয়েবসাইটে এই রায় ঘোষণার পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংগঠন এর তুমুল বিরোধিতা শুরু করেছে।

প্রসঙ্গত, এশিয়ার বোর্নিও দ্বীপাঞ্চলে একটি ছোট্ট রাষ্ট্র ব্রুনাই। দেশটিতে ২০১৪ সাল থেকে শরিয়াহ আইন চালু হয়। প্রতিবেশী মুসলিম দেশে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার প্রভাবে ব্রুনাই শরিয়াহ আইন চালু করে।