কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু

বগুড়ায় বিএনপির ঘাটিতে কিছুটা ফাটল ধরেছে

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯ ১৩:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

বগুড়ায় বিএনপির ঘাটিতে কিছুটা ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি বলেন, ‘বগুড়াকে বিএনপির ঘাটি বলা হয় কিন্তু সত্যিকার অর্থে সেই ঘাটি কিছুটা ম্রিয়মান হচ্ছে, ঘাটিতে কিছুটা ফাটল ধরেছে এখানে আওয়ামী লীগ আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে’ 
বগুড়াকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে স্থানীয় নেতৃবৃন্দের সাংগঠনিক উদ্যোগ কামনা করে সাবেক মন্ত্রী বরকতুল্লাহ্ বুলু বলেন, ‘গোপালগঞ্জ যেমন আওয়ামী লীগের ঘাটি তেমনি বগুড়া ছিল বিএনপির ঘাটি আজকের এই সভা থেকে আপনাদের আলাপ-আলোচনার মাধ্যমে আমরা শুনতে চাইবো, যারা জেলায় বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা জিয়াউর রহমানের জন্মভূমি, খালেদা জিয়ার শ্বশুড় বাড়ি এবং তারেক রহমানের জন্মভূমির এই জেলাকে আবারও কিভাবে আগের অবস্থানে ফিরে আনতে পারবে
বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে তৃণমুলের মতামত নিতেই প্রতিনিধি সভার আয়োজন করা হয় শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের পঞ্চম তলার মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২টায় সভা শুরু হয় এতে ১৭১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা কমিটিগুলো সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর জেলা সভাপতিদের বাইরে আরও কাউকে থাকতে দেওয়া হয়নি এমনকি সভার প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ্্ বুলু এবং প্রধান বক্তা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্বোধনী বক্তৃতার পর সাংবাদিকদেরও সভা স্থল ত্যাগ করতে বলা হয়
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে মিলনায়নের বাইরে যুবদল নেতা-কর্মীদের শ্লোগান দেওয়া নিয়ে কিছুটা হট্টগোল হয় বিকেল সাড়ে ৫টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল প্রতিনিধি সভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএইচএন ওবায়দুর রহমান চন্দন বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান,বগুড়া- আসনের সাংসদ মোশাররফ হোসেন, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ অ্যাডভোকেট একেএম হাফিজার রহমান উপস্থিত ছিলেন
বগুড়ায় বিএনপির পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আগে বগুড়াসহ যেসব জেলায় কমিটি পুনর্গঠন করা সম্ভব হয়নি এবার সেগুলোতে নতুন কমিটি গঠন করা হবে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে