নিজ প্রতিভা সাংস্কৃতিক কর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন পলাশঃস্মরণ সভায় বক্তারা

আকতারুজ্জামান সোহাগঃ
প্রকাশ: ১৩ অগাস্ট ২০১৮ ১৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৩ বার।

প্রয়াত নৃত্যশিল্পী আব্দুস সামাদ পলাশের স্মরণ সভায় বক্তারা বলেছেন মেধাবী এই শিল্পী সাংস্কৃতিক পরিমণ্ডলে বেশ দাপটের সঙ্গেই বিচরণ করছেন। নিজ প্রতিভা তিনি সাংস্কৃতিক কর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। নাচ ছিল তাঁর ধ্যান-জ্ঞান। তিনি নাচকে বগুড়া থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখা খ্যাতিমান এ শিল্পীর প্রয়াণে সোমবার বিকেলে স্মরণসভার আয়োজন করে।

বগুড়ার খ্যাতিমান নৃত্যশিল্পী আব্দুস সামাদ পলাশ গত ৮ আগস্ট বুধবার রাত ৯টা ৪০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুস সামাদ পলাশ প্রতিষ্ঠিত আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। স্মরণ সভার শুরুতেই উপস্থিত সকলে আব্দুস সালাম পলাশের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জোটের সাধারণ সম্পাদক  আবু সাঈদ, ফিজু চৌধুরী, শ্যামল বিশ্বাস, সুনীল মজুমদার, বুলবুল ব্যাপারী, আব্দুল্লাহ কাফি তারা, কবি জয়ন্ত দেব, জলিলুর রহমান জলিল, মাহবুবুর রহমান মানিক, তাপসী দে, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, মির্জা আহসানুল হক দুলাল, নিভা রানী, ওসমান গনি, কবির রহমান, জিয়াউল হক বাবলা, খলিলুর রহমান, সাজেদুর রহমান, গৌতম কুমার দাস ও প্রয়াত আব্দুস সামাদ পলাশের ছেলে নৃত্য শিল্পী মাহবুব হাসান সোহাগ।

বক্তাদের অনেকেই আব্দুস সালাম পলাশের সাথে কাজের অভিজ্ঞতা,ব্যক্তি জীবনের এক সাথে চলার মূহর্তগুলোর স্মৃতিচারণ করেন।  তারা বলেন, আব্দুস সামাদ পলাম নাচকে প্রচণ্ড ভালবাসতেন। নাচের প্রতি তাঁর এতটাই দুর্বলতা ছিল যে,  তিনি সরকারি চাকরি ত্যাগ করতেও দ্বিধা করেন নি। গড়েছেন দেশ সেরা বহু নৃত্য শিল্পীও। নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের অন্যতম সৃষ্টি ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ আজ বগুড়াসহ উত্তরাঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের ঠিকানা হয়ে উঠেছে। বক্তারা বলেন, আব্দুস সামাদ পলাশের অবর্তমানে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে হবে তবেই তাঁর আত্মার শান্তি মিলবে।