বগুড়ায় গ্রুপ স্টাডিতে চাকরি পাওয়া সদস্যসহ কৃতি দশজনকে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্মাননা

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৪ অগাস্ট ২০১৮ ১৭:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২১ বার।

বগুড়ায় শিক্ষার্থীদের গ্রুপ স্টাডি ভিত্তিক সংগঠন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’-এর কৃতি সদস্যদের মঙ্গলবার সম্মাননা জানানো হয়েছে। চাকরিতে যোগদানকারী, যাদের একাডেমিক ফলাফল ভাল এবং সর্বোচ্চ রক্তদাতা-এই তিন ক্যাটাগরিতে ওই অ্যাসোসিয়েশনের মোট দশ সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিকেলে সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে বার্ষিক ফল উৎসবেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টার ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ওমর ফারুক, গণিত বিভাগের সহকারি অধ্যাপক শাহাদত হোসেন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তফা কামাল সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন মিয়া।
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পারিক সহযোগিতা এবং নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে বগুড়ায় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি গড়ে তোলেন। তারা পড়ালেখার পাশাপাশি প্রতিদিন বিকেলে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে গ্রুপ স্টাডিতে মিলিত হন। পড়ালেখা শেষ করেছন এমন ব্যক্তিরাও গ্রুপ স্টাডিতে যুক্ত রয়েছেন। শিক্ষাবান্ধব এই সংগঠনের মূল লক্ষ্য হলো বিসিএসএসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য সদস্যদের প্রস্তুত করা। এছাড়া অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং স্বেচ্ছায় রক্তদানের মত কার্যক্রমও তারা পরিচালনা করেন।
এবার যাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেনঃ জাকির হোসেন, ইভা আকতার, সানজিদা, সুমন মিয়া, পাপড়ি বসাক, সোমা ঘোষ, মাহফুজ রহমান, হারুন মিয়া, মাসুদ রানা ও আখি রাণী শীল।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘সবাইকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই আল্লাহ্ তার অবদান দিবেন। শ্রম থেকে কখনো পিছ পা হওয়া যাবে না। শ্রম দিয়ে কারও ব্যর্থ হওয়ার ইতিহাস নেই। ভালো চাকরি পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে। এই ক্ষেত্রে গ্রুপ স্টাডির বিকল্প নেই। তোমাদের এই পথচলায় যেকোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।’ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন হারুন মিয়া, ওয়াহেদুজ্জামান সোহাগ এবং অরূপ রতন শীল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল হাসান।