এবারও একই তারিখে বিজেপির ইশতেহার?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ০৬:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে বাকি আর মাত্র পাঁচদিন। বিরোধী দল কংগ্রেস এরইমধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেও এখনও প্রকাশ করতে পারেনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

তবে দলীয় সূত্র বলছে, আগামী ৭ এপ্রিল বিজেপি ইশতেহার প্রকাশ করতে পারে। গত লোকসভা নির্বাচনেও তারা একই তারিখে ইশতেহার দিয়েছিল। সংবাদসংস্থা আইএএনএস এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো দল তার ইশতেহার প্রকাশ করতে পারবে না। তাই এ নিয়ে তৎপরতা বেড়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। 

জানা গেছে, এবার বিজেপির ইশতেহার কমিটিতে রয়েছেন দলের ২০ নেতা। 

এর আগে গত ২ এপ্রিল ইশতেহার প্রকাশ করে কংগ্রেস। সেখানে দলের সবচেয় বড় অস্ত্র নতুন প্রকল্প ‘ন্যায়’। দলটির ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ন্যূনতম আয় যোজনা বা ‘ন্যায়’ বাস্তবায়িত করে দেশের গরিবদের ব্যাংক খাতায় বছরে ৭২ হাজার কোটি রুপি জমা করা হবে। ২২ লাখ সরকারি শূন্য পদে চাকরি দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতগুলোয় খালি রয়েছে ১০ লাখের বেশি পদ। সেখানে লোক নিয়োগ করা হবে। গরিবদের কর্মসংস্থানের জন্য ১০০ দিনের কাজের প্রকল্পকে ১৫০ দিন করা হবে। 

বিজেপির ইশতেহার নিয়ে ইতোমধ্যেই তুমুল আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এবার দেখার বিষয় বিজেপি তার ইশতেহারে কী চমক আনছে। 

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। প্রথম দফার ভোটগ্রহণ করা হবে ১১ এপ্রিল। শেষ দফা ১৯ মে। ফলপ্রকাশ করা হবে ২৩ মে।