দুই দেশে ২৪ ঘণ্টায় মালিঙ্গার ১০ উইকেট!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ০৬:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

ভারতে আইপিএলের ম্যাচ খেলার ১২ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কায় গিয়ে ঘরোয়া ক্রিকেটে খেললেন ৫০ ওভারের ম্যাচ। ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশে দুই দলের হয়ে তারকা এই পেসার নিয়েছেন ১০টি উইকেট!

আইপিএলে বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ৩৭ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মালিঙ্কা। মাঝ রাতের দিকে শেষ হওয়া ওই ম্যাচে ৪ ওভারে ৩৪ রানে নেন ৩ উইকেট লঙ্কান এই পেসার।

বৃহস্পতিবার কাক ডাকা ভোরে ক্যান্ডির উদ্দেশ্যে উড়াল দেন মালিঙ্গা। যোগ দেন শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ টুর্নামেন্টের ম্যাচে।

ক্যান্ডির বিপক্ষে গলের নেতৃত্বও দেন মালিঙ্গা। ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় সকাল পৌনে দশটায়। আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার দশ ঘণ্টার কম সময়ের মধ্যে মাঠে নামতে হয় ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।

তবে ভ্রমণের ক্লান্তি মোটেও ছাপ ফেলেনি মালিঙ্কার পারফরম্যান্সে। বোলিংয়ে রীতিমত আগুন ঝড়িয়েছেন তিনি। একাই গুঁড়িয়ে দেন ক্যান্ডিকে। দলকে এনে দেন ১৫৬ রানের বিশাল জয়। ৪৯ রানের খরচায় ৭ উইকেট নেন মালিঙ্গা। লিস্ট এ ক্রিকেটে এটা তার ক্যারিয়ার সেরা বোলিং।

এক দিন দুই দেশে দুই দলের হয়ে মালিঙ্কার উইকেট দাঁড়ায় ১০টি। এমন বিরল কাণ্ডে প্রশংসায় ভাসছেন অভিজ্ঞ এই পেসার।