ঢাকার বিদেশি কূটনীতিকরা আনন্দ ভ্রমণে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ০৬:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩ বার।

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকরা আনন্দ ভ্রমণে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তারা শ্রীমঙ্গলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আবদুল মোমেনের নেতৃত্বে ঢাকার বিদেশি মিশনের প্রায় ৪০জন মিশন প্রধান এ আনন্দ ভ্রমণে অংশ নিয়েছেন। ড. মোমেন কূটনীতিকদের জন্য এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন। বাংলাদেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাকে বেছে নিয়েছেন তিনি। সেখানের চা বাগান, লাওয়াছড়া বনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখানো হবে কূটনীতিকদের। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পর্যটনে আকৃষ্ট ও তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কূটনীতিকরা শ্রীমঙ্গলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল শনিবার তারা ঢাকায় ফিরবেন।