শিবগঞ্জ পৌরসভায় সাড়ে ১৩ কোটি ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ১২:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯১ বার।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাড়ে ১৩ কোটি ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে গতকাল শুক্রবার বিকেলে এক সঙ্গে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রকল্পগুলোর উদ্বোধন করেন। অন্য ১৪টি প্রকল্প আগামী এক সপ্তাহের পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে।
যে পাঁচটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো ১৩ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে পৌর শহরের বানাইল মহল্লার ব্যাংকার রিজভির বাড়ি থেকে কলেজ গেট পর্যন্ত ২০০ মিটার আরসিসি সড়ক, ৫২ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে লালদহ আলু স্টোর মোড় থেকে মোরাগাড়িয়া পর্যন্ত সড়ক সংস্কার, ৫৩ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে শব্দলদীঘি পাকা সড়কের থেকে কানুপুর পর্যন্ত বিসি সড়ক নির্মাণ, ২২ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে আকন্দপাড়া থেকে রথবাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন এবং ৬১ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে আকন্দপাড়া শাহজালালের জমি থেকে করতোয়া নদী পর্যন্ত ৩০০ মিটার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ। 
এসব উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাও: ওছমান গনি, আলহাজ¦ আবদুল মতিন, ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর ইসলাম রাজু, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেউলী ইউপির চেয়ারম্যান আবদুল হাই, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক ছামসুল ইমলাম মোল্লা,  
বিশিষ্ঠ সমাজ সেবক আবদুল আলীম, কাউন্সিলর ছাইফুল ইসলাম, আবু সাঈদ, শিবগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, ঠিকাদার নাজমুল হুদা মিঠু, এসএম তাজুল ইমলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মা কনস্টাকশনের স্বত্বাধিকারি কাজী ফারুক ইসলাম, কৃষক লীগের নেতা শাহীনুর রহমান, ছাত্রলীগনেতা ইয়াছিন আরাফাত, আবু রায়হান। 
শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ হাসিম জানান, মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার চলতি অর্থ বছরে শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯ প্রকল্পের জন্য সাড়ে ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে সড়ক সংস্কার, আরসিসি সড়ক নির্মাণ, স্লাবসহ ড্রেন নির্মাণ, সড়ক কার্পেটিং এবং বিসি সড়ক নির্মাণ প্রকল্প রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবার কথা রয়েছে।  শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এলাকার মানুষের অনেক দুর্ভোগ লাঘব হবে। দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে।