অবশেষে শামীমা বললেন, আইএস ব্রেনওয়াশ করেছিল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

মাস খানেক আগেও তার কোনো অনুতাপ ছিল না। গর্বের সঙ্গে বলছিলেন, জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগ দিয়ে কোনো ভুল করেননি। সেই শামীমা বেগম এখন বলছেন, আইএস তার ব্রেনওয়াশ করেছিল।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (১৯) এবং খাদিজা সুলতানা (২০) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

শামীমা, খাদিজার মতো অন্য তরুণী আমিরা আব্বাসও বিদেশি আইএস যোদ্ধাকে বিয়ে করেন। ২০১৬ সালের এক অভিযানে খাদিজা মারা যান। আমিরা এখনো বেঁচে আছেন।

এর আগে শামীমার এক বছরের মেয়ে এবং তিন মাসের আরেকটি ছেলে মারা যায়। তৃতীয় সন্তানকে বাঁচাতে তিনি ব্রিটেনে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নেয়। নাগরিকত্ব যাওয়ার কয়েক দিন পর তার তৃতীয় সন্তানও মারা যায়।

শরণার্থীশিবিরে বসে দ্য টাইমসের সঙ্গে আলাপকালে শামীমা বলেন, ‘ছোটবেলায় ধর্ম সম্পর্কে আমাকে যা বলা হয়েছে, তাই বিশ্বাস করেছি। ওরা আমার ব্রেনওয়াশ করেছিল। এখন যখন পেছনে তাকিয়ে ভাবি, সব ভুল মনে হয়। ভাবি, এখানে কত দিন আর থাকতে হবে।’

যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে শামীমা বলেন, ‘আমাকে আরেকটি সুযোগ দেওয়া হোক। আমি দেশে ফিরতে চাই। আবার নতুন জীবন শুরু করতে চাই।’

আইএস সম্পর্কে ভালো কথার বলার কারণ হিসেবে ১৯ বছরের এই তরুণী বলেন, ‘তাদের বিরুদ্ধে কিছু বললেই আমাকে আক্রমণ করা হতো। তাই ভীত ছিলাম।’