খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে ছিটকে দুই শিক্ষার্থী নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯ ১৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৯ বার।

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- ঢাকা স্টার্ন স্কুল অ্যান্ড কলেজ এর নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান (১৭) ও কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তাজ উদ্দিন হোসেন তুহিন (১৮)।

শুক্রবার বিকেল ৩ টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো মুখী ঢালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই দুই শিক্ষার্থীকে উদ্ধারকারী সবুজবাগ থানার এসআই হেদায়েত হোসেন বলেন, ছুটিরদিনে নোমান তার মোটরসাইকেল নিয়ে তুহিনকে পেছনে বসিয়ে ঘুরতে বের হয়েছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি ফ্লাইওভারের বাসাবো ঢালে পৌঁছার সঙ্গে সঙ্গে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে প্রচণ্ডবেগে ধাক্কা খায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নোমানের খালাতো ভাই সাইফুর রহমান নিবির বলেন, নোমানের বাবার নাম শেখ আহমেদ মজিদ। সবুজবাগ ওহাব কলোনির ৩৮০ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে সে থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। জুমার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে নোমান তার এফজেড মোটরবাইকে বন্ধু তুহিনকে চড়িয়ে ঘুরতে বেরিয়েছিল। এরপরই খবর পাই তারা দুর্ঘটনার শিকার হয়েছে।

নিহত তুহিনের চাচাতো ভাই নয়ন বলেন, তুহিনের বাবা মো. তোফাজ্জল হোসেন ডিস ব্যবসায়ী। পরিবারের সঙ্গে সে থাকত সবুজবাগ অহাব কলোনির ৪০১ নম্বর বাসায়। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল তুহিন।খবর দেশ রুপান্তর