আবৃত্তিতেও সেরা পুণ্ড্রকথার চীফ রিপোর্টার অরূপ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১৫ অগাস্ট ২০১৮ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৫ বার।

বগুড়ায় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় অনলাইন দৈনিক পুণ্ড্রকথাডটকমডটবিডি’র চীফ রিপোর্টার অরূপ রতন শীল বিজয়ী হয়েছেন। বুধবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী তার হাতে পুরষ্কার তুলে দেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার কলেজে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অরূপ রতন শীল দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কবিতা আবৃত্তির পাশাপাশি তিনি বিতার্কিক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ২০১৭ এবং ২০১৮ সালে বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন। দু’ বছর আগে তিনি পরিবেশ দিবস আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ বক্তাও নির্বাচিত হন। 

প্রায় এক দশক ধরে বিতর্কের সঙ্গে সম্পৃক্ত অরূপ রতন শীল সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকেরও দায়িত্ব পালন করে আসছেন।বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট সরকারি আজিজুল হক কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ২৩ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে ওইদিনই ফলাফল ঘোষণা করা হয়। বিচারকদের রায়ে অরূপ রতন শীল দ্বিতীয় হন।