বগুড়ায় টিএমএসএস‘র সঙ্গে এনসিসি ব্যাংকের রেমিটেন্স বিষয়ক কর্মশালা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯ ১৩:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

হোটেল মম ইন নওদাপাড়া বগুড়ায় শনিবার টিএমএসএস‘র সঙ্গে এনসিসি ব্যাংক ও ট্রান্সফাস্টের ফরেন রেমিটেন্স এবং এ্যানুয়েল বিজনেস প্লানিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশী ১ কোটি ২৬ লক্ষ রেমিটার রয়েছে। যারা বৈদেশীক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে। কিন্তু ফিলিপাইনের ৬২ লক্ষ রেমিটার হওয়া সত্বেও তারা বাংলাদেশের তুলনায় বেশী বৈদেশীক মুদ্রা দেশে পাঠায়। এর প্রধান কারন বাংলাদেশীদের তুলনায় ফিলিপাইন কর্মীরা দক্ষ। বিশেষ করে কম্পিউটার সফটওয়্যারে বেশী দক্ষতা লাভের কারনে তারা বাংলাদেশের চেয়ে অর্ধেক জনশক্তি রপ্তানি করেও কয়েক গুণ বেশী রেমিটেন্স পাচ্ছে। তাই রেমিটেন্স বাড়াতে হলে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে। তিনি আরও বলেন এনসিসি ব্যাংক ও টিএমএসএস প্রবাসীদের কষ্টে অর্জিত দেশে পাঠানো টাকা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছে। আরও সহজ ও সুন্দর ভাবে প্রবাসীদের টাকা ঘরে পৌছে দিতে টিএমএসএস ও এনসিসি ব্যাংক একসঙ্গে কাজ করবে। টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ট্রান্সফাস্টের কান্ট্রি ডিরেক্টর মোঃ খাইরুজ্জামান,এনসিসি ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির,হেড অব অপারেশন মোহাম্মদ এইচ কাফি,হেড অব রেমিটেন্স মোঃ মাহফুজুর রহমান,টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ। আরও বক্তব্য রাখেন টিএমএসএস চিফ (প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন,পরিচালক (এইচইএম-অপা:২) মোঃ রেজাউল করিম,পরিচালক (এইচইএম-অপা:৩) মোহাম্মদ আলী মিঠু,পরিচালক সি(টিবিএস) মোঃ জাহেদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস পরিচালক (এইচইএম-অপা:১) মোঃ সোহরাব আলী খাঁন। সার্বিক সহযোগীতা করেন টিএমএসএস এর উপ-পরিচালক মোঃ রেজাউল করিম। উল্লেখ্য টিএমএসএস এর ১৪ জন কর্মকর্তাকে রেমিটেন্সে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।